সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২২

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু আহমেদ। একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করে ইসি।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই ঘোষণা দেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে একজনই মনোনয়ন দাখিল করেছিলেন। মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজকেই প্রজ্ঞাপন জারির জন্য পাঠিয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।