তীব্র গরমে সুনামগঞ্জের ৩ উপজেলার ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের তিনজনকেই স্বজনরা ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে আসলে সেখানে তারা মারা যান। আজ বুধবার (১০ মে) দিনের পৃথক সময় এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা বলছেন- প্রচণ্ড গরমে তাদের কার্ডিয়াক এ্যাটাক বা ব্রেইন স্ট্রোক হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কৈতক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আইনুন্নাহার শান্তা।
নিহতরা হলেন- ছাতক উপজেলার সাদারাই গ্রামের শামসুল হকের ছেলে মনজুর রহমান (৪০), শান্তিগঞ্জ উপজেলা দুর্গাপুর গ্রামের নূর আলমের স্ত্রী রাফিয়া বেগম (৬০) ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসী গ্রামের আজির উদ্দিন (৬৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, তারা তিনজনই কৃষক-কৃষাণী। প্রচন্ড রোদ্রের মধ্যেই তারা নিজ নিজ কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুর ও এর পরে পৃথক সময়ে তারা তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্বজনরা পার্শ্ববর্তী ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে আসেন। পরে বিকেলের মধ্যে তিনজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতদের স্বজনরা জানান- প্রচন্ড গরমে কাজ করা অবস্থায় কেউ জমিতে ধান কাটা অবস্থায় এবং কেউ ধান শুকানোর অবস্থায় মাথা ঘুরে পড়ে যান। খবর পেয়ে তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রাজীব চক্রবর্তী জানান, আমরা ধারণা করছি- তাদের কার্ডিয়াক এ্যাটাক বা ব্রেইন স্ট্রোক হয়েছে। তবে ময়না তদন্ত হলে বিস্তারিত জানা যেতো।
তবে ময়না তদন্ত করাতে নিহতদের স্বজন সম্মত নন।
এদিকে কৈতক হাসপাতাল সূত্র জানায়- গরমের কারণে বুধবার সারা দিনে হাসপাতালটিতে স্কুলের ছাত্রী ও কৃষকসহ অন্তত ১৫ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।