রবিবার , ৭ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৪

ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারাদেশ ২২তম মেধাস্থান পেলো লাবিব ফাইয়াদ

সিলেটের সকাল রিপোর্ট:
মে ৭, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিএস ভর্তি পরীক্ষায় ২২তম মেধাস্থান অধিকার করে ঢাকা ডেন্টাল কলেজে (ডিডিসি) ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শাহ লাবিব ফাইয়াদ। লাবিব দৈনিক সিলেটের ডাক এর সাবেক কম্পিউটার সেকশন ইনচার্জ, ভাটেরিয়ান সিলেট এর সভাপতি, লেখক ও গ্রাফিক্স ডিজাইনার মুহাম্মদ লুৎফুর রহমান ও কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া জাফরিন-এর জ্যেষ্ঠ পুত্র।
জানা গেছে, দেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ (ডিডিসি) এবং ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ৫৪৫ টি আসনের বিপরীতে এ বছর ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সে অনুযায়ী এবার প্রতি আসনে লড়েন ৬৮ জন।
লাবিব ফাইয়াদ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে পিইসি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এমসি কলেজ থেকে এইচএসসি (সকল) পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।