বৃহস্পতিবার , ৪ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৬

জাউয়ার সাউদেরগাঁও গ্রামে দু’পক্ষে সংঘর্ষে আহত- ৮০

Link Copied!

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে খাঁ গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৮০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ২৮ জন কে কৈতক ২০ শয্যা হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ ঘঠিকার সময় এ সংঘর্ষের ঘঠনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ আদিপত্য বিস্তার নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে,তারই জের ধরে গতকাল সকালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা ব্যাপি সংঘর্ষে দেশি অস্ত্র -সশস্ত্র ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষে প্রায় ৮০ জন আহত হয়।
খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও এলাকার লোকজনের সহযোগীয় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
গুরুতর আহত ইউনুস খাঁন (৩০), আব্দুল মালিক (৩৫),ফরিদ খাঁন (৩৮),শিপা বেগম (১৬),আশিকুল (৩২), বদরুল (১৮),জাকির হোসেন (২৮),মকবুল হোসেন (১২),সেবুল মিয়া (৩০), আব্দুর রহামান (৬০),ইমামুল (১৮),রিয়াজ উদ্দিন (৩৫),হাসান আহমদ (১৯),আতিক হেসোন (৩০),মহিউদ্দিন (৩৪),জাবেদ আহমদ (৩৮),জাকারিয়া (৩০),রাজা মিয়া (২৬),আসফিয়া (২৬),আইস আলী (৬০),ফুটন মিয়া (৩৫),মিরাস মিয়া (৪০),কমরু মিয়া (৫০),ইয়াহিয়া (৩৫),আলী হোসেন (২৪),রুবেল মিয়া (২৩),খুরশেদ আলী (৩৫) ও সালাম মিয়া (৩২)  কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়েছে।
গুরুতর আহত সালাম মিয়া কে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘঠিকার সময় তার অবস্থা অবনতি হলে আইসিইউ তে স্থানান্তর করা হয়েছে।
শেখ গোষ্ঠীর পক্ষে ইয়াহিইয়া আলী বলেন, মসজিদের সীমানা নির্ধারনের আলোচনা উঠলে খাঁ গোষ্ঠীর লোকজন সীমানা নির্ধারন করতে রাজি হয়নি।
অপরদিকে খাঁ গোষ্ঠীর পক্ষে সুয়েব খাঁ বলেন, গ্রামের পূর্ব পুরুষেরা প্রায় ৩০ বৎসর আগে মসজিদের সিমানা নির্ধারন করে মসজিদের চতুরদিকে বাউন্ডারি নির্মান করে  গেছেন, তাদের উপরে আনীত অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে অস্বীকার করেন।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহমদ উল্লাহ ভুইঁয়া সংর্ষের বিষয়টি অবগত রয়েছেন, গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনে পক্ষ মামলা দায়ের করা হয়নি বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।