শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১১:৩০

গোয়াইনঘাটে অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের অভাবনীয় সাফল্য

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তিবিয়ান মাহবুব : গোয়াইনঘাট উপজেলার অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুল বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়ে চমক সৃষ্টি করেছে।

চলতি বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সারা দেশে ফলাফলের মধ্যেও সাফল্য অর্জন করেছে অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুল। ক্ষুদ্র পরিসরে নিয়ে শুরু হয় শিক্ষার অভাব দূর করার এক অদম্য মিশন।

বাংলাদেশের মানচিত্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান হয়তো একটি বিন্দুর মত। হোক বিন্দু, বিন্দুও সিন্ধু হয় যদি থাকে তার গতি এই কথাটির উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেে । এমন একটি জ্বলন্ত উদাহারন এই বছরের ফলাফল। এবছর বৃত্তি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন ট্যালেন্টপুল, ১ জন সাধারন গ্রেড ও ৪ জন স্পেশাল গ্রেডে পাস করায় প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্যায়িদা জান্নাত রাফা (ট্যালেন্টপুল), মারিয়া রাশেদ মাহিয়া (ট্যালেন্টপুল), তানিশা বেগম ( জেনারেল গ্রেড)। তাইবা জান্নাত তাহসিনা (স্পেশাল গ্রেড), রুহানুজ্জমান তায়্যিব (স্পেশাল গ্রেড), সুহেল আহমদ (স্পেশাল গ্রেড) , মোতাহার হোসেন তাহমিদ (স্পেশাল গ্রেড).।

ফলাফল ঘোষণার পর দেখা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিজয় চিহ্ন প্রদর্শন করে আনন্দ উৎসব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। সর্বমহলের সার্বিক সহযোগিতায় আমরা সফলতার ধারা অব্যাহত থাকবে।

বিদ্যালয় ম্যানেজিং ডাইরেক্টর রফিক আহমদ বলেন, এ বছরের বৃত্তি পরীক্ষার ফলাফলের পেছনে যারা সর্বোচ্চ সময় ব্যয় করেছেন তারা হলেন আমার বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে পরিচালনা পর্ষদের সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।