বুধবার , ২৭ নভেম্বর ২০২৪, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন ৩০ নভেম্বর

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসে অবস্থানরতদের অনলাইনভিত্তিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সৌদি আরব প্রবাসী আবদুল আহাদ মনিরকে প্রধান নির্বাচন কমিশনার ও ডুবাই প্রবাসী নজরুল ইসলামকে সদস্য সচিব করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এতে ৫ টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩৬ জন ভোটার তাদের রায় প্রদান করবেন। এতে সভাপতি পদে সৌদি আরব প্রবাসী নিয়াজ মোরশেদ ও ওমান প্রবাসী এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ডুবাই প্রবাসী আক্তারুজ্জামান ও যুক্তরাজ্য প্রবাসী মো. মিসবা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে কুয়েত প্রবাসী সায়েম আহমেদ শাহীন, কাতার প্রবাসী জাহেদ আহমেদ ও যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দীন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মো. আবদুল ওয়ারিস ও ডুবাই প্রবাসী বদরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান ও ডুবাই প্রবাসী নজমুল ইসলাম।

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা ৩২টি দেশ থেকে ডিজিটাল পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক ও সমাজসেবামূলক। কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা,লেবানন,মালয়েশিয়া,ডুবাই,ফ্রান্স ছাড়াও ৩২ টি দেশে পরিষদের সদস্যরা অবস্থান করছেন।

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশীয় সমন্বয় কমিটির সদস্যরা। তাদের প্রত্যাশা সংগঠনের সকল উপদেষ্টা, সকল সদস্যদের সুচিন্তিত মতামত বিষেশ করে সংগঠনের অবিভাবক কেন্দ্রীয় উপদেষ্টাবৃন্দের দায়িত্বশীল ভুমিকায় সংগঠনটি এতদূর এগিয়ে গেছে। প্রত্যাশা করছি, যারা আগামী দিনে দেশে বিদেশে অবস্থানরত এ সংগঠনের সদস্যদের পাশে দাঁড়াতে পারেন তাদেরকেই নির্বাচিত করবেন। সাথে সাথে অবহেলিত গোয়াইনঘাটের অসহায় মানুষের কল্যানে ভুমিকা রাখতে পারেন। পরিষদের সাংগঠনিক কার্যক্রমে গোয়াইনঘাটের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে বলে তারা মনে করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে গোয়াইনঘাটের প্রবাসীদের সাহায্য-সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক সেবামুলক সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ”। সরকারি নিবন্ধনপ্রাপ্ত এ সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে ৩২ টি দেশে ৩২টি শাখা এবং দেশে একটি সমন্বয় কমিটির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নিহত প্রবাসীর লাশ দেশে পাঠানো, বাংলাদেশ হাইকমিশন বা কনস্যুলেটে যোগাযোগ, এমপ্লয়ারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করা, প্রাকৃতিক দুর্যোগের সময় গোয়াইনঘাটের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণ সাহায্য প্রদান, অসুস্থ প্রবাসীর চিকিৎসায় সাহায্য প্রদান এবং দেশে বা প্রবাসে প্রবাসীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।