সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৪৬

গোয়াইনঘাটে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির বিশেষ অভিযানে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৮৭১ বস্তা (৪৩ হাজার ৫৫০ কেজি) ভারতীয় চিনি এবং ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।