সোমবার , ১০ এপ্রিল ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আনহার বিন সাইদ: বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার  ইফতার মাহফিল সোমবার (১৮ রমজান) বিশ্বনাথ নতুন বাজার হাজী বিরিয়ানি হাউজে মাওলানা শমসির আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আশরাফুল হকে’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি,কারী মাওলানা ওবায়দুর রহমান, প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা, মাওলানা ফয়জুর রহমান- ভাইস প্রিন্সিপাল জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ, মাওলানা শিব্বির আহমদ প্রিন্সিপাল জামেয়া মাদানিয়া বিশ্বনাথ,  ইসলামী আন্দোলন বিশ্বনাথ উপজেলা সভাপতি,মাওলানা আমির উদ্দিন, জামাতে ইসলামী বিশ্বনাথ পৌর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সুবহান, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা হাসান বিন ফাহিম, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা,মাওলানা হাবিবুর রহমান আনসারী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বিশ্বনাথ উপজেলা শাখা সভাপতি,হাফিজ মাওলানা মনোয়ার হোসেন,  বাংলাদেশ খেলাফত মজলিস দশঘর ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক,হাফিজ মাওলানা আবু আনাস, জালালাবাদ ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা সাধারণ সম্পাদক,মাওলানা জালাল উদ্দিন হেলালি প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম ছমির ভাইস প্রিন্সিপাল,জামেয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।