কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের ২০২৪-২৬ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী। সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আলী। সঞ্চালনায় ছিলেন দলইরগাঁও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান ও যুবনেতা এম হাবিবুল্লাহ জাবেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামীম মাওলানা মো. আব্দুল মুছাব্বির, জেলা (উত্তর) জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. আবুল খায়ের, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালিক, সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মালিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ট্রেজারার ফখর উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, রাজনগর নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ শফিকুল ইসলাম, এডভোকেট আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের ৭ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাওলানা জিয়াউর রহমানকে (সৌদি প্রবাসী) সভাপতি, ওলিউর রহমানকে (কুয়েত প্রবাসী) সাধারণ সম্পাদক ও মাওলানা নাজিম উদ্দীন নাদিমকে (কুয়েত প্রবাসী) সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক পদে শাহিন আহমদ শাহেন, অর্থ সম্পাদক পদে আলী হোসেন মাসুদ ও আমির উদ্দিনকে মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার কয়েকজন সম্মানিত ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।