কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলার সাবেক চেয়ারম্যান এম তৈয়বুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) বাদ জুম্মা দক্ষিণ রণিখাইয়ের খাগাইল বাজার জামে মসজিদে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে খাগাইল মাদ্রাসায় এম তৈয়বুর রহমানের কবর যিয়ারত করা হয়।
খাগাইল বাজার মসজিদের খতিব মাওলানা মুদ্দাছির আহমদ দোয়া পরিচালনা করেন৷ এসময় উপস্থিত ছিলেন আল বারাকা মুহাম্মাদিয়া গৌরীনগর মাদ্রাসার সাবেক মুহতামিম আরব আলী, খাগাইল বাজার মসজিদের মুতাওয়াল্লী মাওলানা মখলিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, নুর উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল মুস্তাকিম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক এবাদুর রহমান সুমন, শাখা কমিটির জুয়েল আহমদ, আরিফ আহমদ, লুৎফুর রহমান, জুনেদ আহমদ, এমদাদুল হক, মাসুক আহমদ সহ মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও এলাকার মুরব্বিয়ানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম তৈয়বুর রহমান ১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ১০ই মার্চ তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।