বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক

ফখর উদ্দিন
মার্চ ২৩, ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯শত ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছেন মোঃ শাহ আলম (১৯), মোঃ রাহিম (২৮), আব্দুল গনি (২৮), জাহিদুল (২৫), মিজানুর রহমান (৩৮)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এসআই আসাদুল ইসলাম ও এসআই সুরঞ্জিত তালুকদারের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টুকেরবাজার পার্শ্ববর্তী একটি ঘরে অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়ি আটক ও ১৯শত ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।