সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪০ কেজি রসুন আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে উপজেলার বটেরতল থেকে এগুলো আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার টাকা। এর আগে বিজিবির অভিযানে ৬ হাজার কেজি রসুন আটক করা হয়েছিল। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই বাংলাদেশের রসুন পাচার হচ্ছে ভারতে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বটেরতল এলাকায় অভিযান চালিয়ে ১৭ বস্তা রসুন আটক করা হয়। রসুন গুলো ভারতে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, রসুনগুলো আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।