সিলেটের কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি আবু তাহের (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই মাঝপাড়া গ্রামের ইছবর আলীর পুত্র।
আজ শনিবার (২২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ২১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ভাটরাই গ্রাম থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন, উপ-পরিদর্শক জনার্দন তালুকদার, সুরঞ্জিত’সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
স্থানীয়রা জানান, গত ১৮ এপ্রিল ভোর সাড়ে ৭ দিকে তাহের তার নিজ দোকানে ভুক্তভোগী শিশু’কে জোরপূর্বক ধর্ষণ করেন। তার বিরুদ্ধে রয়েছে এমন আরও অভিযোগ
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মেয়েটি ১৮ এপ্রিল হতে এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল ওসিসি-তে চিকিৎসাধীন আছে।