শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

ফখর উদ্দিন
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

“পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় প্রকৃতি কন্যা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়ও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সাদাপাথরে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করা তাদের মাঝে মিষ্টি বিতরণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে সাদাপাথর নৌকা ঘাটে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া পর্যটন বাজার ও পর্যটন স্পটে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। এদিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলাগঞ্জ পর্যটক ঘাট সংলগ্নে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপস্থিত পর্যটক ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার, পর্যটন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি লিটন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন, তহশিলদার শামীম আহমদ, জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, ব্যবসায়ী মুহিন উল্লাহ, সুমন আহমদ, রুহুল আমিন, আব্দুল কাদির, নৌকা মাঝি সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, তজমুল আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।