মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত যারা

ফখর উদ্দিন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় ২০২৪ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষকের নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এবছর শ্রেষ্ঠ অফিসার ক্যাটাগরিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: শাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ক্যাটাগরিতে ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে ফুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আজিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপ্তী রানী দাস, শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টুনু ভূষণ দাস নির্বাচিত হয়েছেন।

আর শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চিকাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ অফিসার, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় তারা ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত বলে সিলেটের সকালকে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।