সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষায় ২০২৪ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষকের নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এবছর শ্রেষ্ঠ অফিসার ক্যাটাগরিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: শাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ক্যাটাগরিতে ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হেকিম, প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে মহিষখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে ফুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আজিবুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপ্তী রানী দাস, শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টুনু ভূষণ দাস নির্বাচিত হয়েছেন।
আর শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চিকাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ অফিসার, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক হিসাবে মনোনীত হওয়ায় তারা ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত বলে সিলেটের সকালকে জানান।