শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

কোম্পানীগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ফখর উদ্দিন
মার্চ ২৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামে নামাজরত অবস্থায় আব্দুর নুর (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এশার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। 

জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর নুর শুক্রবার রাত ৮টায় লামাপাড়া জামে মসজিদে জামায়াতে এশার ফরজ ও তারাবী নামাজ পড়তে যান।

মসজিদের মুসল্লি জুয়েল মিয়া জানান, এশার নামাজের শেষ রাকা’তে তিনি দাঁড়ানো অবস্থায় পড়ে যান, পরে তাকে মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা পুরাপুরি নিশ্চিত হয় যে, তিনি মসজিদে মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। তিনি ভালো মানুষ ছিলেন। উচ্চ রক্তচাপ ও বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছেন।

আব্দুর নুর তিনি সালিশিয়ান ব্যক্তিত্ব ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।