জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় এক সভায় সর্ব সম্মতিক্রমে ২০২৪-২০২৫ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু, বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখর উদ্দিন।
জামেয়া আরাবিয়া মাখজানুল উলুম কলাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মুছাব্বির কে প্রধান উপদেষ্টা করা হয়। অন্য উপদেষ্টা হলেন,হাফেজ ফজল উদ্দিন, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, জামেয়া মাহমুদিয়া প্রিন্সিপাল মুফতী ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুন নুর, মাওলানা শফিকুল হক, হাফেজ আব্দুল মতিন, মাওলানা আজমত উল্লাহ ও মুফতী ফয়জুর রহমান।
এ সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান,সহ-সভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতী আনোয়ার শাহ্, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহিব্বুর রহমান নূরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রশিদ আল-হাবিব, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী রুহুল আমীন সিরাজী, মসজিদ বিষয়ক সম্পাদক মুফতী মাসুদুর রহমান খাঁন, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম মাসরুর, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আমিনী,মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতী মনিরুল ইসলাম তাওহীদ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম, ওলামা কল্যাণ সম্পাদক মুফতী মুশাহিদ মনোয়ার, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ বিলাল আহমদ ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ফুয়াদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজ হায়দার
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আমীন, প্রচার সম্পাদক মাওলানা উমর আলী, সহ-প্রচার সম্পাদক মাওলানা যোবায়ের আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হাফেজ জামাল উদ্দিন, বায়তুলমাল বিষয়ক সম্পাদক মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সহ-বায়তুলমাল বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, খেদমতে খালক বিষয়ক সম্পাদক মাওলানা আলী হোসেন, ও সদস্যরা হলেন হাফেজ ইউসুফ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা খাইরুল বাশার, আলী হোসেন কামরুল, ফিরোজ আলী।