সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কানাইঘাটের সড়কের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাপা দেয়। এতে সে সেখানে গুরুতর আহত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি বলেন, বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে মেডিকেলে নেওয়া হয়। পরে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখন ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে তার লাশ রয়েছে। আর তাকে ধাক্কা দেওয়া ট্রলি পুলিশ হেফাজতে রয়েছে।