মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৫১

কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা সিকৃবি শিক্ষার্থীদের

সিকৃবি প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দাবি মেনে নেয়ায় সারাদিনের বিক্ষোভ শেষে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা। কাল লিখিত আকারে দাবি মেনে নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানালে পরশু দিন থেকে ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানায় শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল পাঁচটায় উপাচার্যের সাথে আলোচনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সোহেল আহমেদ অয়ন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের ৮ দফা দাবির মধ্যে মূল দাবি ছিল প্রক্টরের পদত্যাগ। তবে প্রশাসন তদন্তের সময় চেয়েছে। তখন আমরা বলেছিলাম যদি তদন্ত হয় সেক্ষেত্রে তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত উনাকে সাময়িক বরখাস্ত করতে হবে। উপাচার্য আমাদেরকে এ বিষয়টি মেনে নিয়েছেন। কাল লিখিত আকারে দিলে পরশুদিন থেকে ক্লাস পরিক্ষা চালু থাকবে।

রেজিষ্ট্রার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাদের পদত্যাগ দাবি যে কারনে ছিল সেটি ভুলক্রমে হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তারা ক্ষমা চেয়েছে এবং আমরা মেনে নিয়েছি এবং তারা বাকি দাবিগুলোও মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।

এরআগে, আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা এগারোটার দিকে টিএসসিতে জড়ো হোন শিক্ষার্থীরা। টিএসসি থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যান এবং উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করলে বাইরে দিয়ে তালা দেয় শিক্ষার্থীরা। দিনভর সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

পরবর্তীতে বিকাল সাড়ে চারটায় শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য নিচে নেমে আসেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। এসময় শিক্ষার্থীরা একে একে দাবিগুলো আবার পেশ করলে উপাচার্য সেগুলো মেনে নেয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ভর্তি পরিক্ষার রাতে সিকৃবিতে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে ‘ছাত্রদলের সাথে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের সংঘর্ষ’ বলা ও ব্যানার ছেঁড়ার ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বলার প্রতিবাদে (২৭ অক্টোবর) থেকে ক্লাস পরিক্ষা বর্জন, প্রশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে তালা দেন শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।