রবিবার , ১০ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

করিম উল্লাহ মার্কেটে দোকান নিয়ে প্রবাসীর সাথে ভুল বোঝাবুঝির অবসান

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের করিম উল্লাহ মার্কেটের ২য় তলায় ৩৪ নম্বর দোকান কোঠা নিয়ে মার্কেট কর্তৃপক্ষের সাথে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমার গোপশহর এলাকার তহুর আলীর পুত্র আমিরুল ইসলাম। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটের ২য় তলায় ৩৪ নম্বর দোকান কোঠা কয়েক বছর আগে বন্দোবস্ত নিয়েছিলেন। এ দোকান কোঠা নিয়ে মালিক পক্ষের সাথে তার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই ভুল বোঝাবুঝি থেকে তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা-মোকদ্দমা, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থায় দরখাস্ত দাখিল ও সংবাদ সম্মেলন করে দাবির পক্ষে বক্তব্য প্রদান করেন। যার ফলে উভয় পক্ষের মধ্যে দূরত্ব ও সম্মানহানিকর অবস্থার সৃষ্টি করে। শনিবার স্থানীয় কয়েকজন হিতৈষী মুরব্বি দোকান কোঠা নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির নিষ্পত্বি করে দিয়েছেন। দক্ষিণ সুরমার মোল্লারগাঁও গ্রামের আব্দুস সালামের পুত্র মো. আশফাকুর রহমানকে দোকান কোঠার ব্যাপারে আমোক্তার নিযুক্ত করেছেন বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করিম উল্লাহ মার্কেটের মালিক পক্ষ সিলেটনগরীর সম্মানিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং তারা ব্যক্তিগত ভাবেও এই সিলেটের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। করিম উল্লাহ মার্কেট সিলেটের একটি স্বনামধন্য মার্কেট। সংবাদ সম্মেলনে তিনি দোকান কোঠানিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।