রবিবার , ৩০ এপ্রিল ২০২৩, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৭
আজকের সর্বশেষ সবখবর

এএমএ মুহিতের কবরস্থানে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সিলেটের সকাল রিপোর্ট:
এপ্রিল ৩০, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকালে নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে মন্ত্রীর পক্ষে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আহমদ আল কবির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরন মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।