বুধবার , ১২ এপ্রিল ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

ইসরাইল নামক রাষ্ট্র পৃথিবীর মানব সভ্যতাকে কলংকিত করেছে- এমপি মোকাব্বির খাঁন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

আনহার বিন সাইদ, বিশ্বনাথ সংবাদদাতা: সিলেট-২ আসনের সংসদ  সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, কোনো বিচার আমরা তাৎকনিক পেয়ে যাই আবার কোনো বিচার আমরা দেরীতে পাই। ইসরাইল নামক রাষ্ট্র একটি  তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর যুলুম ও অত্যাচার করে  বিশ্বের মানব সভ্যতাকে কলংকিত করেছে, তাদের বিচার যেন হয়। আমরা সর্বদা এই যুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং তাদের পতন ঘটিয়ে অত্যাচারিত মুসলমানদেরকে  মুক্ত করার আহবান জানান।
এমপি বলেন, রমজান একটি পবিত্র মাস এ মাসে অন্য ১১ মাস থেকে অন্যায় ও অবিচার কম হয়। এই পবিত্র দিনে গরিব ধনী সবাইকে দাওয়াত দিয়ে যে ভাল কাজ করেছেন আজকের  আয়োজক  রফিকুল ইসলামকে  আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি মঙ্গলবার (১১ এপ্রিল)  বিশ্বনাথের  অলংকারি ইউনিয়নের বেতসান্দি গ্রামে ‘ছগির শাহ্ পাঞ্জেগানা মসজিদ কমিটি’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
এরপূর্বে এমপি মোকাব্বির খান প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ‘ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামন হতে আলমা কমিউনিটি সেন্টারের সামন পর্যন্ত রাস্তার পার্শ্বে মাটি ভরাট এবং বেতসান্দি গ্রামের রমিজের গোরস্থানের পাশ হতে আজর আলীর বাড়ির সামন পর্যন্ত রাস্তায় সিসি করণ কাজের উদ্বোধন করেন।
মসজিদের মোতাওয়াল্লী আসক আলীর সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নন্দিত উপস্হাপক এ কে এম তুহেম  ও যুব সংগঠক আমির আলীর যৌথ সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী  আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সিতার মিয়া, ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম,  উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য   আনোয়ার হোসেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুদ আজাদ মেম্বার, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,  বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনণজয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আবুল কাসেম, এমপির এপিএস ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মদরিছ আলী,  আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, ফয়জুল ইসলাম, মুক্তার হোসেন, শমসের আলী, ফরিদ মিয়া, পুলিশ অফিসার মুয়াজ্জিন হোসেন, আব্দুস শহিদ, মোঃ নরুল দানা, মোঃ নুরুল মিয়া, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী শ্রমিক নেতা বশির উদ্দিন,  যুবনেতা সামছুল ইসলাম মিছবাহ, যুবনেতা শিহাব উদ্দিন, সংগঠক দবির মিয়া, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা আব্দুল খালিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।