সিলেটে আইনজীবী পুত্রকে খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবিতে কলমবিরতি পালন করবেন আইনজীবীরা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই কলমবিরতি পালন করা হবে।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর পুত্র তুষার আহমদ চৌধুরীকে গত ১৫এপ্রিল শাহী ঈদগাহস্থ ভ্যালী সিটি আবাসিক এলাকায় কতিপয় সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে সকাল ১১ ঘটিকা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সিলেট জেলা জজ আদালতে এই কলমবিরতি কর্মসূচী পালন করা হইবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ দলদলি চা-বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এমসি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী তুষার আহমদ চৌধুরী (২১) নিহত হন। সে নগরের রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। পরে তার বাবা বাদী হয়ে সিলেট নগর পুলিশের এয়ারপোর্ট থানায় পারভেজ, জাবেদ, রানাসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান ও দ্বিতীয় আসামি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।