বুধবার , ২০ আগস্ট ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৩৮
আজকের সর্বশেষ সবখবর

ছাতক থানার নয়া ওসি হিসেবে শফিকুল ইসলাম খানের দায়িত্ব গ্রহণ

সিলেটের সকাল রিপোর্ট:
আগস্ট ২০, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথমদিনের অভিযানে গ্রেফতার ১২ আসামী

সুনামগঞ্জের ছাতক থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান। গত সোমবার তিনি এ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ছাতক থানার বিদায়ী ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি এবং সিলেটের ওসি ডিবি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, দক্ষিণ সুরমা ও সালুটিকর পুলিশ ফাঁড়ি ছাড়াও সিটি এসবি ও জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের প্রথমদিনে তার নির্দেশনায় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জন আসামীকে গ্রেফতার করেছে। এর মধ্যে এজাহারনামীয় ৪ জন ও ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী রয়েছে। এদিকে, গত মঙ্গলবার তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলামের সাথে সাক্ষাত করেন। এ সময় ইউএনও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।