এমিরেটস আনুষ্ঠানিকভাবে চীনের হাংজুতে দৈনিক ফ্লাইট সেবা চালু করেছে। হাংজু, চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের পঞ্চম গেটওয়ে ।
বর্তমানে এমিরেটস চীনের পাঁচটি নগরী Ñবেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনঝেন এবং হাংজুÑসপ্তাহে মোট ৪৯টি ফ্লাইট পরিচালনা করছে। হাংজুতে প্রথম ও বিজনেস শ্রেনী যাত্রীদের জন্য এমিরেটস বিনামূল্যে স্বতন্ত্র¿ লিমোজিনে বিমানবন্দর ট্র্যান্সফার সেবাও চালু করেছে। এই সেবা বর্তমানে বেইজিং, সাংহাই, লন্ডন, প্যারিস, দুবাই এবং মিলানসহ বিশ্বের ৭০টিরও নগরীতে চালু রয়েছে।
দুবাই-হাংজু রুটে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমাণের সাহায্যে পরিচালনা করছে যাতে ৮টি প্রথম শ্রেনী স্যুইট, ৪২টি বিজনেস শ্রেনী এবং ৩০৪টি ইকোনমি শ্রেনী আসন রয়েছে।
চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও সিচুয়ান এয়ারলাইনসের সঙ্গে ইন্টারলাইন ও কোডশেয়ার চুক্তির মাধ্যমে এমিরেটস তাদের নিজস্ব নেটওয়ার্কের বাইরেও চীনের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের সুযোগ দিচ্ছে।