মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

চীনের হাংজুতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

সিলেটের সকাল ডেস্ক:
আগস্ট ১৯, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

এমিরেটস আনুষ্ঠানিকভাবে চীনের হাংজুতে দৈনিক ফ্লাইট সেবা চালু করেছে। হাংজু, চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের পঞ্চম গেটওয়ে ।

বর্তমানে এমিরেটস চীনের পাঁচটি নগরী Ñবেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনঝেন এবং হাংজুÑসপ্তাহে মোট ৪৯টি ফ্লাইট পরিচালনা করছে। হাংজুতে প্রথম ও বিজনেস শ্রেনী যাত্রীদের জন্য এমিরেটস বিনামূল্যে স্বতন্ত্র¿ লিমোজিনে বিমানবন্দর ট্র‍্যান্সফার সেবাও চালু করেছে। এই সেবা বর্তমানে বেইজিং, সাংহাই, লন্ডন, প্যারিস, দুবাই এবং মিলানসহ বিশ্বের ৭০টিরও নগরীতে চালু রয়েছে।

দুবাই-হাংজু রুটে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমাণের সাহায্যে পরিচালনা করছে যাতে ৮টি প্রথম শ্রেনী স্যুইট, ৪২টি বিজনেস শ্রেনী এবং ৩০৪টি ইকোনমি শ্রেনী আসন রয়েছে।

চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও সিচুয়ান এয়ারলাইনসের সঙ্গে ইন্টারলাইন ও কোডশেয়ার চুক্তির মাধ্যমে এমিরেটস তাদের নিজস্ব নেটওয়ার্কের বাইরেও চীনের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের সুযোগ দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।