রবিবার , ৭ মে ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২০
আজকের সর্বশেষ সবখবর

“SSD Science Olympiad-2022” এর ফলাফল প্রকাশ

বিজ্ঞপ্তি
মে ৭, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

“SSD Science Olympiad-2022” এর ফলাফল প্রকাশ

সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলাপমেন্ট (এসএসডি) সিলেট মহানগর আয়োজিত সায়েন্স অলিম্পিয়াড-২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৬ মে) বিকাল ৪ টায় নগরীর একটি মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন এসএসডি সিলেট মহানগরের পরিচালক জহুরুল ইসলাম।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসডি সিলেট মহানগরীর সহকারী পরিচালক জাবেদ হোসেন এবং রেজাউল করিম সোহেল। এছাড়াও স্কুল প্রতিনিধি ফাহাদ জামান, মাহফুজ বিন ওলি, মুয়াজ কামাল সাদি, সাদমান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ ০৯ ডিসেম্বর ২০২২ (শুক্রবার) সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে উক্ত সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উক্ত অলিম্পিয়াড পরীক্ষায় নগরীর বিভিন্ন ইংলিশ মিডিয়াম ও ভার্সনের স্কুল ও কলেজের ৬ষ্ট শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবারের সাইন্স অলিম্পিয়াডে সর্বমোট ৪০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ১০ জন, সাধারণ ও বিশেষ ক্যাটাগরীতে মোট ৩০ জন

বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা :
ট্যালেন্টপুল ক্যাটাগরি: ১৬০১০৩, ১৬০১১৪, ১৭০১০৯, ১৭০১১০, ১৮০১০৮, ১৮০৫০৫, ১৯০১০১, ১১০১০৮, ১১১৫০১, ১১২১০১

সাধারণ ও বিশেষ ক্যাটাগরি:
১৬০১১০, ১৬০১১৩, ১৬০১১৬, ১৬০৫০১, ১৬০৫০২, ১৬০৫০৮, ১৭০১০১, ১৭০১০২, ১৭০১০৩, ১৭০১০৭, ১৭০১১২, ১৭০৫১১, ১৭০৫১২, ১৭০১১৫, ১৮০১০৩, ১৮০১১২, ১৮০১১৭, ১৮০৫০২, ১৮০৫০৩, ১৮০৫১৬, ১৯০৫০৩, ১৯০৫১০, ১৯০৫১১, ১৯০৫১৫

১১০১০৩, ১১০৫০১, ১১০৫০৪, ১১০৫০৫, ১১০৫০৭, ১১১১০১।-বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।