শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আসছেন। তিনি বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টায় এমসি কলেজে সিইডিপি প্রজেক্টের আইডিজি এর ওয়ার্কশপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করবেন। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে এমসি কলেজকে সাজানো হয়েছে এবং কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
১দিনের সফরে শিক্ষামন্ত্রী বুধবার (১৪ জুন) রাতে সিলেটে আসবেন। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত সময়সূচি থেকে এ তথ্য জানা যায়। তিনি বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনের BG-605 বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউজে এসে রাত্রীযাপন করবেন।
পরদিন বৃহস্পতিবার সকাল দশটায় সিলেট সার্কিট হাউজে মাতৃভাষা গবেষণা ও ইনোভেশন ওয়ার্কশপে যোগদান করবেন। পরে সেখান থেকে সকাল ১১টায় এমসি কলেজে সিইডিপি প্রজেক্টের আইডিজি এর ওয়ার্কশপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করবেন তিনি। পরে সেখান থেকে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবেন৷
