রবিবার , ২৫ জুন ২০২৩, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভিজিএফের চালসহ ইউপি সদস্য আটক

শাল্লা প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নিজের ঘরে রাখা ভিজিএফের চালসহ আব্দুর রাজ্জাক নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করা হয়েছে। 

গতকাল শনিবার (২৪, জুন) রাতে উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামে তার বাড়ি থেকে প্রথমে ভিজিএফের চাল উদ্ধার এবং পরে তাকে আটক করা হয়। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সদস্য।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস জানান, শনিবার রাত নয়টার দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে সাড়ে সাত বস্তা (৫০ কেজির বস্তা) চাল জব্দ করেন। এসময় তাকে আটক করা হয়।

বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে।

কালীপদ দাস আরও বলেন, এসব চাল ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করার কথা। ইউপি সদস্য বাড়িতে কেন ভিজিএফের চাল রাখলেন সেটির সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউপি সদস্য তাদের হেফাজতে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।