রবিবার , ১০ আগস্ট ২০২৫, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বোর্ড: এসএসসিতে ২২১ শিক্ষার্থীর ফল পরিবর্তন, জিপিএ-৫ পেল আরো ২২ শিক্ষার্থী

সিলেটের সকাল রিপো র্ট:
আগস্ট ১০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শিক্ষাবোর্ডের চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে ২২১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০ টার পরে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২২ শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ৩০ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

খাতা পরিবর্তন হয়েছে ৬৩৬ শিক্ষার্থীর। ৬২৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ২২১ জনের। আর জিপিএ পরিবর্তন হয়েছে ১৭১ জনের।
প্রসঙ্গত, গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডের পাশের হার চিল ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ছিল ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।