সিলেট শিক্ষাবোর্ডের চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে ২২১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০ টার পরে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২২ শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ৩০ শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।
খাতা পরিবর্তন হয়েছে ৬৩৬ শিক্ষার্থীর। ৬২৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ২২১ জনের। আর জিপিএ পরিবর্তন হয়েছে ১৭১ জনের।
প্রসঙ্গত, গত ১০ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডের পাশের হার চিল ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ছিল ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ।
