বুধবার , ১৩ আগস্ট ২০২৫, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সাদা পাথর: অবশেষে প্রশাসনের তদন্ত কমিটি গঠন

সিলেটের সকাল রিপোর্ট:
আগস্ট ১৩, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে নজিরবিহীন লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। ‘লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সাদা পাথরে কী হচ্ছে, কেন হচ্ছে এটি তদন্তের জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।‘
তিনি আরও বলেন, ‘সাদা পাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে বালু-পাথর উত্তোলনের ঘটনায় আজ বুধবার জরুরি সমন্বয় সভার আহ্বান করা হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা করা হবে।’
উল্লেখ্য, গেল কয়েকদিন ধরে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরে অবাধে লুটপাট হয়। এতে কয়েক হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে বলে জানান স্থানীয়রা। নজিরবিহীন লুটপাটে মরুভূমিতে পরিণত করে দেওয়া হয়েছে দেশের অন্যতম সৌন্দর্যের এই পর্যটনকেন্দ্রটিকে। এতে মারাত্মক হুমকির মধ্যে পড়েছে পরিবেশও। সর্বশেষ পাথর লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।