বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, দুপুর ১:১৫

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৬, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এর পাইলট এবং কো-পাইলট নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্দালার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি সকাল ৯টায় পশ্চিম কামেং জেলার সাঙ্গি গ্রাম থেকে উড্ডয়ন করে আসামের সোনিতপুর জেলার মিসামারির দিকে যাচ্ছিল।

বিধ্বস্ত হেলিকপ্টারের দুই পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি এবং মেজর জয়ন্ত। প্রথমে তারা নিখোঁজ আছেন বলে এর দেশটির সেনাবাহিনী জানায়। পরে তারা দুজনই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করে সেনাবাহিনী।

এক বিবৃতিতে ভারতীয় সামরিক বাহিনী বলেছে, সামরিক ওই হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে। সূত্র : এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।