শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৫০
আজকের সর্বশেষ সবখবর

ফুশিউপ এর নতুন কমিটির সভাপতি আশরাফুল ও সম্পাদক ইকবাল

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিবন্ধিত সংগঠন গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (ফুশিউপ) এর দুইবছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (২ এপ্রিল) ফুলতৈলছগামস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করা হয়।

সভায় সাধারণ পরিষদের উপস্থিত সকল সদস্যদের মতামতে উপদেষ্টা পরিষদ ১৩ সদস্যের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে জহির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক কয়েছ আহমদ, শিক্ষা সম্পাদক সুলতান আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল মুকিত কালা, পরিবেশ সম্পাদক সাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক সুলব চন্দ্র দাস, প্রচার সম্পাদক আল মাসুম রিপন ও সম্মানিত সদস্য (১) শিতেশ দাস, সম্মানিত সদস্য (২) জাকারিয়া আহমদকে মনোনীত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।