বুধবার , ২৬ জুলাই ২০২৩, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৫০
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ি ইউপি চেয়ারম্যানের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৬, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইউনিয়ন অফিসে সেবাপ্রত্যাশীকে মারধরের প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হানিফের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সেবাপ্রত্যাশী ব্যবসায়ী কামরুজ্জামান মাসুদকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় হেতিমগঞ্জ বাজারে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ইউনিয়ন অফিসে ট্রেড লাইসেন্স করতে আসা ব্যবসায়ীর নিকট অতিরিক্ত টাকা দাবি এবং এর প্রতিবাদ করায় ব্যবসায়ীকে চেয়ারম্যান আব্দুল হানিফ খান কতৃক মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার এবং চেয়ারম্যানের অপসারণ দাবি জানান।

সর্বস্তরের ব্যবসায়ী ও ফুলবাড়ি ইউনিবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মবর মিয়া।

জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাজু আহমদ, সুয়েব আহমদ, লিমন আহমদ, রিমন আহমদ, কাদিও মিয়া, মবু মিয়া, এমরান খান, ছালো মিয়া, আব্দুর রহমান ও ময়নুল ইসলাম প্রমুখ। বিঞ্জপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।