বাংলাদেশী বংশোদ্ভূত নিউজিল্যান্ডের অকল্যান্ড ইন্সটিটিউট অব স্টাডিজের অধ্যাপক ড. এরশাদ আলী জেপি বলেছেন, বিশ্বের ১০টি শান্তিপূর্ণ দেশের একটি হচ্ছে নিউজিল্যান্ড। সেখানে মিথ্যা বললে কারাদন্ড হয়, মহিলাদের সম্মান না করলেও কারাদন্ড হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের দায়িত্ব সরকারের। চাকরি থাকলেও যে বেতন, না থাকলেও সে বেতন। বাংলাদেশী শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশনার জন্য নিউজিল্যান্ড বেস্ট অপশন হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন। গোয়িং গ্লোবালের পরিচালক জাকারিয়া আহমদের উদ্যোগে এ বিশিষ্ট শিক্ষাবিদ ও তার স্ত্রীর সম্মানে সেখানে এক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহিদুল ইসলাম শিপার এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন -ডনমার্ক প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র সোহেল আহমেদ বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী শাহ জামাল ,, জুনেদ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আহমেদ আবদুল মালেক , জাকারিয়া আহমেদ ,লায়েক আহমেদ তালুকদার , রাকিবুল হাসান রয়েল , রনি মুন্সী , মিয়া আব্দুর রাহিম , রুমেল উদ্দিন , সাজ্জাদ হোসেন , খালেদ আহমেদ , নজরুল ইসলাম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কপিল আহমেদ মামুন- তানভীর আহমেদ -ইমন আহমেদ মাজেদুল ইসলাম -সজীব আহমেদ -নজরুল ইসলাম -মিলন আহমেদ ও আমার বাংলা স্কুলের কর্ণধার এস কে শামীম আহমেদ প্রমুখ।
অধ্যাপক ড. এরশাদ আলী বলেন, দেশের বাইরে পড়াশনার জন্য নিউজিল্যান্ড ইজ দ্যা বেস্ট অপশন। আপনার সন্তানকে একটি টাকাও আগে দেয়া লাগবে না। টিউশন ফি জমা দিতে হবে ভিসা প্রসেস হওয়ার পরে। নিউজিল্যান্ড সরকার আইন করেছে কোন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন এপ্লাই করবে ফরেইন ডিপার্ডমেন্ট তাকে এসেস করার পর ডিসিশন দেবে। যদি বলে তোমার ভিসা প্রসেস হয়েছে তখন তুমি টিউশন ফি জমা দিয়ে রিসিট ও পাসপোর্ট পাঠাও। পেমেন্টটা দিতে হবে ব্যাংকের প্রপার চ্যানেলে। এখানে অস্বচ্ছতার কিছু নেই। তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের নিউজিল্যান্ডে পড়ালেখার সুযোগ গ্রহণের আহ্বান জানান।
প্রফেসর এরশাদ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করেন। তিনি তার সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করায় জাকারিয়া আহমদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি।