সিলেটের পান্তুমাই সীমান্ত থেকে হোছন আহমদ (৪১) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে তাকে ধরে নেওয়া হয়।
হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে।
হোছন আহমদের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের কাছে গরু চরান হোছন। তখন একটি গরু ভারতের মধ্যে চলে যাওয়ায় সে এটি আনতে যায়। তখন বিএসএফ এসে তাকে সক তার গরু ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে পান্তুমাই বিজিবি ক্যম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু ভারত সীমান্তে নিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ একটি গরু ভারতে চলে যাওয়ায় সেটি আনতে যান হোছন। তখন বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায় গরু সহ। এঘটনায় মঙ্গলবার রাতে তার ভাই এসে গোয়াইনঘাট থানায় একটি জিডি করেন। পরে তারা জিডির কপি বিজিবিকে দিলে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজনের চেষ্টা করছে।