বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

কাজী জালালউদ্দিন স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের দাবি

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

#ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষার্থীরা মানসম্মত টয়লেট ব্যবহারের অভাবে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাই অবিলম্বে সেখানে দুটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৫ তম ব্যাচের রাজনৈতিক ফেলো সিলেট মহানগর মহিলা দলের এক নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক তানিয়া আহমেদ ও এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন সানি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, বর্তমানে কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখায় ৪০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ছাত্রীদের জন্য এ সমস্যা অত্যন্ত উদ্বেগজনক।

এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দুই ফেলো তাদের বক্তব্যে বলেন, গত ১১ আগস্ট স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকদের প্রায় ২০০ জনের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর কাছে জমা দেওয়া হয়েছে। তিনি উদ্যোগের প্রশংসা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফেলোরা জানান, এই বিষয়ে তারা নিয়মিতভাবে কমিশনার অফিস এবং সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তবে দ্রুত কার্যক্রম শুরু না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।