রবিবার , ১০ আগস্ট ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

এমিরেটসের ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ ১ অক্টোবর থেকে

সিলেটের সকাল রিপো র্ট:
আগস্ট ১০, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে সব ধরণের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, শর্ত সাপেক্ষে যাত্রীরা সাথে করে একটি পাওয়ার ব্যাংক ফ্লাইটে বহন করতে পারবেন। পাওয়ার ব্যাংকটি ফ্লাইটে অন্য ডিভাইস চার্জ এবং বিমানের পাওয়ার সোর্স ব্যবহার করে রি-চার্জও করা যাবে না।

অন্য যেসকল শর্ত পূরণ সাপেক্ষে সাথে পাওয়ার ব্যাংক বহন করা যাবে, তার মধ্যে রয়েছে এর ক্যাপাসিটি ১০০ ওয়াট-আওয়ারের বেশি হবে না, পাওয়ার ব্যাংকের সঙ্গে ক্যাপাসিটি রেটিং তথ্য থাকতে হবে, ওভারহেড বীনে রাখা যাবে না, সীট পকেটে অথবা আসনের নীচে কোন একটি ব্যাগের ভিতর (সম্মুখ সারির যাত্রীদের জন্য) রাখতে হবে। চেকড লাগেজে পাওয়ার ব্যাংক বহনে নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

ব্যাপক পর্যালোচনা ও গবেষণার পর এমিরেটস ফ্লাইটে ঝুঁকি নিরসনের স্বার্থে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে গ্রাহকদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী এভিয়েশন সেক্টরে লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত বিভিন্ন ঘটনা/ দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, পাওয়ার ব্যাংকে এজাতীয় ব্যাটারীই ব্যবহৃত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।