বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাওয়া শিক্ষার্থীদের কল্যাণে আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করেছে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(FACD-CAB)। আগামী ১৯ ও ২০ এপ্রিল সিলেটের আমানউল্লাহ কনভেনশন হলে ফ্যাকড-ক্যাব সিলেট জোনের উদ্যোগে এই ১৩ তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৫ অনুষ্ঠিত হবে।
সোমবার সিলেটের একটি অভিজাত হোটেলে ফ্যাকড-ক্যাবের সেক্রেটারি ও আন্তর্জাতিক শিক্ষা মেলার আহবায়ক আবু তৈয়ব দিপুর সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে এ তথ্য জানান ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম। তিনি বলেন, গতবছরের ন্যায় এবারও সিলেটে আগামী ১৯ ও ২০ এপ্রিল আমানউল্লাহ কনভেনশন হলে ১৩ তম FACD-CAB ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৫ অনুষ্ঠিত হবে। এই শিক্ষা মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে লটারির ব্যবস্থা রয়েছে। মেলায় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা থাকবে। আগ্রহী কনসালটেন্সি ফার্ম স্টল বুকিংয়ের জন্য ফ্যাক্ট কেবের আহবায়কের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।
এসময় বক্তব্য রাখেন- ফ্যাকড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ম্যানেজার মো. মিছবাহ উদ্দিন, টুফেলের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ ও ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রোগ্রাম পরবর্তী সময়ে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে ফ্যাক্ট-ক্যাবের মেম্বারদের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।