সিলেটের কোম্পানীগঞ্জে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদ কর্তৃক বৃহত্তর তেলিখাল এলাকার ১৪৪৪ হিজরী ২০২৩ খ্রীঃ তাকমীল ফীল হাদীস (মাস্টার্স) সমাপনকারীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২৬ এপ্রিল) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজারে হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওঃ রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় হাফিজ আল-আমিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া রাহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মফিজুর রহমান, তেলিখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবির আহমদ, নাইবে মুহতামিম মাওলানা নজির আহমদ,সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান কে.এম রফিকুজ্জামান, জাতীয় ইমাম সমিতি ও খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওঃ মাসুম আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ইমাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, অর্থ সম্পাদক মাওঃ হোসাইন আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ’র সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম, মাওঃ কামাল উদ্দিন, মাওলানা আঃ শহিদ, মাওলানা মতিউর রহমান, হাজী আইন উল্লাহ স্মৃতি পরিষদের উপদেষ্টা খয়রুল আলম, বদরুল আলম, মঞ্জুর আলম, সদস্য শাহনুর আলম, খুরশীদ আলম, মহি উদ্দিন, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত যারা হলেন:- হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওঃ আরকান হোসাইন,হাঃমাওঃ মাসুম, মাওঃ আঃ শহীদ, মাওঃ কাউসার আহমদ, মাওঃ তোফাজ্জল হোসাইন, মাওঃ ফজর উদ্দিন,হাঃ মাওঃ ফখরুল ইসলাম, মাওঃ মুজাহিদুল ইসলাম।
শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।