সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবলের বাগানবাড়ি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। বাস দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
বাহুবল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিরতিহীন ওই বাসটি (ঢাকা মেট্্েরা ব ১৪- ১৩২৫) সিলেট থেকে হবিগঞ্জে যাবার উল্লেখিতস্থানে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। আহতদের একজন বাহুবল হাসপাতালে মারা যান। নিহত সকলই পুরুষ।
বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম খান ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট দেখা দেয়ায় তিনি সেখানে ব্যস্ত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।