শুক্রবার , ৩ মার্চ ২০২৩, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জমি নিয়ে মারামারিতে আহত ৪০

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার জলসুখা পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জলসুখা গ্রামের নিয়াজ উল্লাহ ও আলী আকবরের লোকজনের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে নিয়াজ উল্লার ভাতিজা আকিবুর কৃষি কাজের জন্য জমিতে যাওয়ার সময় আকবর আলীর লোকজন তাকে আটকে মারপিট করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়র পক্ষের অন্ত ৪০ জন আহত হয়েছে।

পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আজমিরীঞ্জ থানার উপপরিদর্শক প্রদ্বীপ রায় জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।