ওসমানীনগর প্রতিনিধি : সিলেট -ঢাকা মহাসড়কের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোজাম্মিল ইসলাম (৩৪)। তিনি ওসমামীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন ও একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মহাসড়কের নাজির বাজারে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক চাপায় ঘটনাস্থলে মোজাম্মিল নিহত হন। তবে দুর্ঘটনার আধা ঘন্টা সময় অতিবাহিত হলেও সড়কে পরে থাকা নিহত মোজাস্মেলের লাশ উদ্ধার করতে আসেননি তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মী বা হাইওয়ে পুলিশের কেউই।
বিষয়টি নিশ্চত করে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।