সুনামগঞ্জে গেল ১ সপ্তাহে ১২৪ আসামীকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানা পুলিশ। গতকাল রোববার (২রা এপ্রিল) জেলা পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এই তথ্য জানান সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
পুলিশ সুপার জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গেল ১ সপ্তাহে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত ৭, সিআর ওয়ারেন্টভুক্ত ৩, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২, মাদক মামলায় ৪, চোরাচালান মামলায় ৫, চুরি মামলায় ৯, প্রকাশ্য জোয়া মামলায় ২৮, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায়, ৯জন ও ১৫১ ধারায় ৫জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩জন এবং অন্যান্য মামলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, সুনামগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্য জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।