সোমবার , ৮ মে ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২১

সিসিক নির্বাচন : মেয়র পদে মনোনয়ন কিনলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটের সকাল রিপোর্ট
মে ৮, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনলেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার (৮ মে) মনোনয়ন কিনেন তিনি।

এপর্যন্ত ৫ মেয়র প্রার্থী কিনেছেন মনোনয়ন। এর মধ্যে দলীয় প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র হিসেবে ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।