সিলেট শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।
এদিকে, গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৮৭১জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২১৮২জন ও মেয়ে ২৬৮৯জন শিক্ষার্থী।
আজ বুধবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৫৪ হাজার ১২২জন৷ এর মধ্যে ২৮হাজার ৬৬৯জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২হাজার ৮৭৮জন। যা গড়ে ৭৯ দশমিক ৮০ শতাংশ। ৩৭হাজার ৮২২জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩১হাজার ২৪৪জন। যা ৮২দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞান বিভাগ থেকে সিলেট শিক্ষাবোর্ডে ১২হাজার ১৩৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১০হাজার ৯৮০জন৷ পাসের হার ৯০দশমিক ৫০শতাংশ।
মানবিক বিভাগ থেকে ৪৪হাজার ৬৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৫হাজার ৩৫৪জন পাস করেছে। পাসের হার ৭৯.১৮শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯হাজার ৭০৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭হাজার ৭৮৮জন পাস করেছে। পাসের হার ৮০দশমিক ২৩ শতাংশ।