রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মেট্রোপলিটন পুলিশের হেডকোর্য়াটার্সে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম ও সাবেক পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফের মধ্যে সৌজন্য সাক্ষাৎ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ রোববার উক্ত সাক্ষাৎ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কমিশনারগণ একে অন্যের সাথে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর  ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার , সহকারি পুলিশ কমিশনার, সকল থানার ওসিবৃন্দ এবং এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।