সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, যুগ্ন আহ্বায়ক সজিব আহমদ এবং সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমদ এর নেতৃত্বে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট নগরীর দরগাহ গেইট থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি