সোমবার , ১৭ এপ্রিল ২০২৩, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১১:০৮

সিলেটে ৪ বছরের শিশুপুত্রকে কুপিয়ে খুন করলেন বাবা

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে মো: রাব্বি নামের ৪ বছরের এক শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছেন তার পাষন্ড বাবা। আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় সিলেটের বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পাষন্ড বাবার নাম রতন মিয়া।

বিষটি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন।

পরিবারের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চারবছর বয়সী শিশুটিকে খুন করেন।

হঠাৎ কেন শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিস্কার করে কিছু বলছেন না বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।