সোমবার , ৬ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১৯

সিলেটে ১১ দিনব্যাপী ৬ষ্ঠ সিলেট বইমেলা শুরু কাল

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১১ দিনব্যাপী ‘৬ষ্ঠ সিলেট বইমেলা-২৫’ শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের স্টল। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই বইমেলার আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। বইমেলা বাস্তবায়ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে।

রোরবার বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো. জসিম উদ্দিন এক বিবৃতিতে বলেন, ৭ থেকে ১৭ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিচ্ছে।

এরমধ্যে আধুনিক প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, কালান্তর প্রকাশনী, জসিম বুক হাউস, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ পাবলিকেশন, দারুস সালাম বাংলাদেশ, রিমঝিম প্রকাশনী, মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, মক্তব প্রকাশনী, সোজলার পাবলিকেশন, মক্কা পাবলিকেশন, বই পল্লী, সিয়ান পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, প্রফেসর পাবলিকেশন, বিন্দু প্রকাশ, পেনফিল্ড পাবলিকেশন, আলিফ পাবলিকেশন, রাগীব রাবেয়া ফাউন্ডেশন, নোঙর প্রকাশন, মারুফ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশনী ও পৈঠা প্রকাশনী রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।