সিলেটে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
মায়ের সাথে অভিমান করে সিলেটের মোগলাবাজারে বাবুল মিয়া (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোগলাবাজার থানাধীন আলমপুরে ইকবাল মিয়ার কলোনির ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বাবুল মিয়া সুনামগঞ্জ জেলা সদরের ষোলঘরের মো. জালাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবুলের মরদেহ তার ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মায়ের সাথে অভিমান করে বাবুল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে কী নিয়ে মায়ের উপর অভিমান করেছে সেটা জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।